ঢাকা, ১ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “পুলিশ এখন নিরাপত্তা নয়, অত্যাচারী বাহিনীতে পরিণত হয়েছে। সে কারণেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের পুলিশ থেকে দূরে থেকে সংবাদ সংগ্রহের পরামর্শ দিয়েছেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, ভাসানী অনুসারী সমন্বয় পরিষদের সভাপতি তারেক বিন হোসেন প্রমুখ।
ম্ওদুদ আহমদ বলেন, “জজ কোর্ট চত্বরে পুলিশের হাতে নারীদের শ্লীলতাহানির ঘটছে। আইনজীবী ও সাংবাদিকরা পুলিশের নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন-অতীতের যেকোনো সময়ের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং পুলিশের আচরণ আগের তুলনায় অনেক ভালো।”
তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মন্ত্রীদের এসব অসংলগ্ন কথাই প্রমাণ করে সরকার পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না।”
সরকারের অদক্ষতা, অনৈতিকতার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এমন মন্তব্য করে মওদুদ বলেন, “ইলিয়াস আলীর গুমের ঘটনায় সরকারের এজেন্টরা জড়িত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।”
বর্তমান সরকারকে দুর্নীতিবাজ উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রীদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে। তাই দেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না। তারা এখন পরিবর্তন চায়।” সুরঞ্জিত বাবুদের পুনরায় মন্ত্রিত্ব দিয়ে দুর্নীতি করতে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই প্রবীণ নেতা।
আগামী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে সরকারের প্রতি আবারো আহবান জানান ব্যারিস্টার মওদুদ।