ঢাকা, ১ জুন: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, ‘‘বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব একটি বাহিনীতে পরিণত করার চেষ্টা করছে। সরকার পুরোপুরি সফল সে দাবি করবো না, তবে আগের চেয়ে পুলিশ অনেক বেশি জনবান্ধব হয়েছে।’’
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় সাংবাদিকদের ওপর পুলিশী নির্যাতনে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
তিনি বলেন, ‘‘দেশে এক লাখ ৪১ হাজার পুলিশ রয়েছে। সবাই যে ভালো তা বলবো না। তাদের মধ্যে কিছু কিছু খারাপ রয়েছে।’’
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সাংবাদিকদের ওপর পুলিশের এসব নির্যাতনের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাগুলো তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।’’
সরকারের নির্দেশে নাকি অতি উৎসাহিত হয়ে পুলিশ সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে এমন প্রশ্নে উত্তরে সাহারা খাতুন বলেন, ‘‘বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা সাংবাদিকদের ওপর নির্যানতন করতে পুলিশকে কখনো কোনো ধরনের নির্দেশ দেয়া হয়নি। যারা এসব করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে নিকট আত্মীয় বা দলীয় পরিচয়ে পরিচিত কাউকে ছাড় দেয়া হবে না।’’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার বিগত তিন বছরে পুলিশকে জনবান্ধব একটি বাহিনীতে পরিণত করার চেষ্টা করছে। সরকার পুরোপুরি সফল সে দাবি করবো না, তবে আগের চেয়ে পুলিশ অনেক জনবান্ধব হয়েছে।’’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যেকোনো সরকারের চাইতে ভালো দাবি করে সাহারা খাতুন বলেন, ‘‘আপনারা একটু ভালো ভাবে বিশ্লেষণ করে দেখুন আইন-শৃঙ্খলা আগের চাইতে ভালো কিনা। বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছে বিগত ১০ বছরের তুলনায় বর্তমান সরকারের তিন বছরে দেশে আইন-শৃঙ্খলার বেশি উন্নতি হয়েছে।’’