এশিয়ান টিভিখুব শিগগিরই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে চায় । এরইমধ্যে তারা তাদের কার্যক্রম জোরেশোরে শুরু করেছে। চ্যানেল সংশ্রিষ্ট একটি সূত্র জানাচ্ছে, চলতি বছরের মধ্যেই যেকোনো দিন চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসবে। অবশ্য এর আগেই শুরু হবে পরীক্ষামূলক সম্প্রচার।
প্রচার অপেক্ষায় থাকা এই চ্যানেলটিতে সংবাদ নয়, গুরুত্ত্ব পাবে বিনোদনমূলক অনুষ্ঠান। এছাড়া চ্যানেলটিতে বাণিজ্য সংবাদও বিশেষ গুরুত্ত্ব পাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত চ্যানেলটিতের বার্তা বিভাগ সাজানো হয়নি। অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনিও মিডিয়ার কেউ নন বলেই জানা গেছে।
এরইমধ্যে এশিয়ান টিভিতে আরও কিছু কর্মী যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিটিভির সাবেক কর্মী হাবিব আহসান। তিনি রয়েছেন সম্প্রচার ও প্রকৌশল বিভাগের সমন্বয়ক হিসেবে। আরও যোগ দিয়েছেন দেবাশীষ বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সাংবাদিক কামরুজ্জামান বাবু প্রমুখ। বিভিন্ন সূত্র জানাচ্ছে, এ নিয়োগ নিয়েও কর্তৃপক্ষ সন্তুষ্ট নন। সহসাই এক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন দেখা যেতে পারে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।