বার্তা৭১ ডটকমঃ ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনিকে বিয়ে করেন। এবার গুঞ্জন উঠেছে, সামান্থা-নাগার সংসার ভেঙে যাচ্ছে!
মূল বিষয় হলো- বিয়ের আগে সামান্থার নাম ছিলো সামান্থা রুথ প্রভু। কিন্তু বিয়ের পর অভিনেত্রী তার নামের শেষাংশে স্বামীর পদবী ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লিখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি। আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তার প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন।তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।
বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সামান্থা। এছাড়া ‘শকুন্তলাম’ সিনেমায় দেখা যাবে তাকে। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। এ ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন সামান্থা।