কলকাতা প্রতিনিধি: ২০০৭-এ তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছিল ‘বিয়ের ডেট’ নিয়ে। শুরু থেকেই শিরোনামে থাকা জুটির এই পাঁচ বছরে প্রায় ২৫ বার বিয়ের ডেট ঠিক করে ফেলেছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম। বলা বাহুল্য, প্রত্যেকবারই হতাশ হয়েছেন তাদের ফ্যানরা। তবে এবার স্বয়ং শর্মিলা ঠাকুর জানিয়েছেন, ১৬ই অক্টোবর বিয়ে করতে চলেছেন নবাব সাইফ আলী খান ও কাপুর খানদানের দসবকি লাডলি বেবো। অভিষেক-ঐশ্বর্যর পর এটাই হতে চলেছে ‘দ্য মোস্ট অ্যাওয়েটেড বিগ ফ্যাট বলিউড উইডিং’। শর্মিলা আরও জানিয়েছেন, হরিয়ানার পাতৌদির খানদানি বাংলোতেই বাঁধা পড়বেন সাইফ-কারিনা। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হবে মূল বিয়ের অনুষ্ঠান। তবে গ্র্যান্ড রিসিপশনে উপস্থিত থাকবে প্রায় গোটা বলিউড। বিয়ের খবর ছড়াতেই কারিনার ফ্যানদের কপালে ভাঁজ। দিদি কারিশমার মতো কারিনাও কি এবার বিদায় জানাবেন গ্ল্যামার ওয়ার্ল্ডকে? সেই আশঙ্কাও উড়িয়ে দিয়েছেন হবু শাশুড়ি। তবে বেশি নয়। বছরে দুটি করে ছবিতে কাজ করবেন কারিনা। আপাতত মধুর ভাণ্ডাকরের ‘হিরোইন’-এর কাজ শেষ করে সঞ্জয় লীলা বনশালির ‘রাম লীল’র কাজ করবেন পাতৌদির হবু ‘বেগম বেবো।’