এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে বিমান বাহিনী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইনামুল বারী এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন। জিয়াউর আগামী ১২ জুন অবসরে যাচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইনামুল বারীকে বিমান বাহিনীর প্রধান নিয়োগ করে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ১২ জুন দায়িত্ব নেওয়ার পর তিন বছর ইনামুল বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পান করবেন।
বিমান বাহিনী প্রধানের মতো সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আব্দুল মুবীনের চাকরির মেয়াদও আগামী ১৫ জুন শেষ হচ্ছে।