নিজের আত্মীয়-স্বজনের নামে প্লট পাওয়ার ক্ষেত্রে কোন প্রভাব খাটানোর বিষয়টি অস্বীকার করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, প্লট বরাদ্দ চেয়ে আমার ১২ আত্মীয়-স্বজন আবেদন করেছিল। কিন্তু পেয়েছে মাত্র দু’জন। প্রভাব খাটালে তো সবাই প্লট পেতো। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। সংবাদ সম্মেলনে স্ত্রী, মেয়ে ও ভাইয়ের নামে সরকারের বিশেষ কোটায় প্লট বরাদ্দ পাওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে শিল্পমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে আমি একটি প্লট পেয়েছি। আমার স্ত্রী পেশাজীবী হিসেবে আবেদন করে একটি প্লট পেয়েছেন। কিন্তু স্বচ্ছতার জন্য আমরা একটি প্লট রেখেছি। অন্যটি ‘সারেন্ডার’ করেছি। এছাড়া, আমেরিকা প্রবাসী আমার ভাই ও মেয়ের জামাই একটি করে প্লট পেয়েছেন। তারা প্রবাসী কোটায় আবেদন করে প্লট পেয়েছেন। শিল্পমন্ত্রী অভিযোগ করেন, মাগুরা পেপার মিলের এক শেয়ারহোল্ডার ভদ্রলোক সরকারের সব শেয়ার নিয়ে নিতে চাইছেন। তারা বিভিন্নভাবে এ নিয়ে চাপ প্রয়োগ করছে। যেহেতু আমরা বাদ সাধছি, তাই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অপর এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশে প্রাইভেটাইজেশন কমিশনের কোন প্রয়োজন নেই। কারণ মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমার সময়কালে সরকারি কোন কল-কারখানা বিক্রি করা হয়নি। বস্ত্র ও পাট খাতের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী জানান, আসছে রমজানে চিনির কোন সঙ্কট হবে না। এবার আমরা কেজিপ্রতি ৬০ টাকার কমে চিনি দিতে পারবো। এ জন্য ৭৫ হাজার টন চিনি আমদানি করা হয়েছে। উৎপাদন হয়েছে ৭০ হাজার টন। গত বছরের উদ্বৃত্ত চিনি আছে ২৪ হাজার টন। সব মিলিয়ে এক লাখ ৭০ হাজার টন চিনি মজুত আছে। তিনি বলেন, আমি সবসময় শোষিত মানুষের রাজনীতি করে আসছি। সুতরাং আজকের মন্ত্রী দিলীপ বড়ুয়া ও আগের দিলীপ বড়ুয়ার মধ্যে কখনও কোন পরিবর্তন হবে না। কারণ মন্ত্রিত্ব খুবই অল্প সময়ের জন্য বলে বিশ্বাস করি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোট সরকারের অনেক ভাল কাজের রেকর্ড রয়েছে। জোট সরকারের একজন মন্ত্রী হিসেবে সেগুলোর জন্য যেমন গর্ববোধ করি, তেমন এ সরকারের যে কোন সমালোচনারও অংশীদার হতে চাই।