বার্তা৭১ ডটকমঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে সফরকারী নিউজিল্যান্ড। রবিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগিতকদের ৫২ রানে হারিয়েছে সফরকারীরা।
এ দিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিং করতে নেমে ২.১ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার ফিন অ্যালান।
মোস্তাফিজুজের মতো বোলিংয়ে এসেই সাফল্য পান মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের প্রথম আর দলীয় ৬.৪ ওভারে সাইফউদ্দিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন উইলি ইয়াং।পরের ওভারের শেষ বলে কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান সাইফউদ্দিন। তার জোড়া আঘাতে ৭ ওভারে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।
সাইফউদ্দিনের পর কিউই শিবিরে আঘাত হানেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি রবীন্দ্রকে সাজঘরের পথ ধরান। এতে ৯.৩ ওভারে ৫৮ রানে প্রথম সারির চার উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে ফেরান মেহেদী হাসান।
শেষ পর্যন্ত টম ব্লান্ডেলের ৩০ এবং হেনরি নিকোলসের ৩৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করে সফরকারীরা।
১২৯ রান করলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ২৩ রান করা বাংলাদেশ এরপর ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারেই বিপদে পড়েন ওপেনার লিটন দাস। ২.৫ ওভারে দলীয় ২৩ রানে কলিন ম্যাককনকির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।
ঠিক পরের ওভারে এজাজ প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহিদ হাসান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই এজাজ প্যাটেলের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। কিউই এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ নাঈম শেখ রাচিন রবীন্দ্রের বলে বোল্ড হয়ে ফেরেন। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে নিজের শততম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রান করে সাজঘরের পথ ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ব্যাটিংয়ে নেমেই গোল্ডেন ডাক মারেন আফিফ হোসেন।
আফিফের পর ৮ রান করে ফিরেন নুরুল হাসান সোহান। এরপর ম্যাকনকির বলে এলবিডব্লু হন সাইফউদ্দিন। রিভিউ নিয়েও লাভ হয়নি। তবে মুশফিকুর রহীম এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। সবশেষ ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করে বাংলাদেশ। ৩৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মুশফিক।