আমদানি পর্যায়ে মূল্য সংযোজনী কর মওকুফ করায় দাম কমবে নিউজপ্রিন্ট কাগজের কাঁচামাল ও ওয়েস্ট পেপারের। অপরিশোধিত ও পরিশোধিত দু’ ধরনের সয়াবিন, পাম তেল ও পাম অলিনের দামও এবার কমবে। কৃষি কাজে ব্যবহার হওয়া জৈব সার, গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র, ধান-গম মাড়াই যন্ত্র, চালের কুড়ার তেল, ১০০ টাকা মূল্যমানের প্লাস্টিক ও রাবারের তৈরি সেন্ডেল ও হাওয়াই চপ্পলের দামও নতুন অর্থবছরের কমবে। উৎপাদন পর্যায়ে সকল প্রকার ফল ও ফুলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়ায় এর দামও কমবে।
রপ্তানিমুখী, প্রচ্ছন্ন রপ্তানিমুখীসহ শিল্প কারখানার স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, বেসরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ ক্ষেত্রে কর অব্যাহতি দেয়ায় এসব খাতের সেবা মূল্যও আগের চেয়ে কমতে পারে। দাম কমবে মা ও শিশুর জন্য নিউট্রিশনাল খাদ্য পণ্যের। দেশীয় সিরামিক পণ্যের দাম কমলেও বাড়বে বিদেশী সিরামিক পণ্যের দাম।
ঔষুধ ও জাহাজ শিল্পের প্রয়োজনীয় প্রায় সকল আমদানি পণ্যের শুল্কহার কমায় এ খাতে ব্যয় সংকোচন হবে ব্যবসায়ীদের। তথ্যপ্রযুক্তি খাতের মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফ্যাশ ড্রাইভ, ফ্যাশ কার্ড ও এসডি কার্ডের দাম কমবে। গণপরিবহন খাতে ব্যবহার হওয়া সেফটি গ্লাস, ব্রেক সু ও ব্রেক প্যাডের দামও কমবে।