সরকারের বাজেট নিয়ে বিরোধী দলের বিরোধীতার জবাব প্রসঙ্গে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য এই বাজেট ঘোষনা করা হয়েছে। যা দরিদ্র বান্ধব ও গনমুখি। যারা বিরোধীতা করে বলছেন বাজেট বাস্তবায়ন করতে পারবেনা। তা সত্য নয়। আগামী ২৮ জুন পাশ হলে জনগনের মঙ্গলকর এই বাজেটের সকল কাজ বাস্তবায়নে কাজ করবে সরকার।
তিনি শুক্রবার সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অফিস আয়োজিত “নিশ্চিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষন” প্রকল্পের আওতায় বেসরকারী খামারে দেশীয় প্রজাতির ছোট মাছের প্রজনন কল্পে ১১ জন খামারীকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদানকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা বিশ্বে খাদ্য ঘাটতি, আর আমাদের দেশে খাদ্য বাড়তি। কারন কৃষকের মেহনত ও সরকারের সামগ্রিক সহযোগীতা থাকায় এবছর বাড়টি ১৪ লাখ টন ধান উৎপাদন হয়েছে। এতে বহিঃবিশ্বে সরকারের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীন কুমার কুনডুর সভাপতিত্বে প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়িত প্রকল্পের পরিচালক কাজী ইকবাল আজম, জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হজরত আলী মাষ্টার, সাধারন সম্পাদক এম মোকদম আলী, আওয়ামীলীগ নেতা রাসেদুল ইসলাম সিরাজ, হাবিবুর রহমান হাবীব, উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সফিকুল ইসলাম, বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের চৌহালী কার্যালয় উদ্ধোধন এবং জোতপাড়ায় পাকা রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।