বরিশাল, ১০ জুন: বিরোধী ১৮ দলীয় জোটের মহাসমাবেশের আগে রোববার বিকেল থেকে বরিশাল থেকে ঢাকামুখী কোনো লঞ্চ ও বাস ছাড়তে দিচ্ছে না পুলিশ। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছে।
বরিশালের প্রধান লঞ্চঘাট থেকে সব লঞ্চ মাঝনদীতে নিয়ে নোঙর করাতে বাধ্য করেছে পুলিশ। শহরের দুটি প্রধান বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
তবে বরিশাল থেকে নিকটবর্তী অন্যান্য গন্তব্যের লঞ্চ বাস ছাড়তে বাধা দিচ্ছে না পুলিশ।