বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে সংসদে কটূক্তি ও অশালীন ভাষায় দেয়া বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। স্পিকার বলেন, অধ্যাপক সম্পর্কে দেয়া বক্তব্যগুলো এক্সপাঞ্জ করা হবে। এর আগে দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের জন্য গত ৪ জুন অধ্যাপক সায়ীদকে প্রেস কাউন্সিলে নালিশ জানানোর পরামর্শ দেন ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে গত রোববার সংসদে অধ্যাপক সায়ীদকে নিয়ে যে আলোচনা হয়েছে তা ঠিক হয়নি।
রোববার সংসদ অধিবেশনে স্পিকার বলেন, ‘৩ জুন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা ছিল অনাকাঙ্খিত। টিআইবির এক অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্য কয়েকটি জাতীয় দৈনিকে সঠিকভাবে প্র্রকাশিত না হওয়ায় এবং সাংসদেরা যাচাই না করেই তাঁর বিরুদ্ধে সাংসদদের বিশেষ অধিকার ক্ষুন্নের অভিযোগ আনেন। আমি নিজেই অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্য ওই সব পত্রিকায় পড়েছি এবং অনুষ্ঠানের সিডিও শুনেছি। কিন্তু সিডির সঙ্গে পত্রিকার খবরে তাঁর বক্তব্যের মিল খুঁজে পাইনি। তাই অধ্যাপক সায়ীদকে নিয়ে দেওয়া বক্তব্য সংসদের কার্যবিধি প্রণালি অনুযায়ী এক্সপাঞ্জ করা হলো।’
উল্লেখ্য, গত ২ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) একটি অনুষ্ঠানে একজন বুদ্ধিজীবী (অধ্যাপক আবু সায়ীদ) সাংসদ ও মন্ত্রীদের চোর-ডাকাত বলে আখ্যায়িত করেন। আর রোববার সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, একজন বুদ্ধিজীবী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তার এ বক্তব্য দুঃখজনক।
ওই সময় সংসদে শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু অধ্যাপক সায়ীদের কঠোর সমালোচনা করেন। ওই সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন।
সংসদ ও সাংসদদের কটূক্তি করে কোনো বক্তব্য দেননি বলে ওই দিনই গণমাধ্যমকে জানিয়েছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এর পর দিন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে সংসদে এমন আলোচনা করা ঠিক হয়নি।
জাতীয় সংসদে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে কটূক্তি ও অশালীন ভাষায় দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল।