আশুলিয়ায় পোশাক শিল্পে অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতায় শ্রমিকরা জড়িত নয় বলে মনে করছেন শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।
তার দাবি, এতে অন্য কেউ জড়িত। তাই এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে বুধবার ত্রিপক্ষীয় বৈঠকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে।
গত তিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ভাংচুরে ও অবরোধের প্রেক্ষাপটে সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক হয়।
এতে পোশাক শিল্প মালিক ও শ্রমিক নেতারা ছিলেন।
সভায় বৃহস্পতিবার থেকে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার আশুলিয়ায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের মালিকানাধীন একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
এরপর আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামে হা-মীম গ্রুপের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়। ছুটি দেওয়া হয় ওই শিল্প এলাকার সব কারখানায়।
ওই শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে মঙ্গল ও বুধবারও বিক্ষোভ হয়। বুধবার সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে শ্রমিকরা।