ঢাকা, ১৩ জুন: হাইকোর্টে আরো নতুন ছয় বিচারক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই ছয় জনকে দুই বছরের জন্য নিয়োগ দেন।
বুধবারে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন আইন মন্ত্রণালয়ের সচিব আশীষ রঞ্জন দাস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও বদরুজ্জামান বাদল এবং তিন আইনজীবী কাজী মো. ইজারুল হক আকন্দ, মাহমুদুল হক ও জাফর আহমদ।
এর আগে গত ১১ এপ্রিল সুপ্রিম কোটের্র হাইকোর্ট বিভাগে ১৫ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী করা হয়।
এর আগে যারা স্থায়ী হয়েছেন তারা হলেন বিচারক মো. ফারুক (এম ফারুক), মো. শওকত হোসেন, এফ আর এম নাজমুল আহসান, কৃষ্ণা দেবনাথ, এ এন এম বশিরউল্লাহ, আবদুর রব, কাজী রেজাউল হক, মো. আবু জাফর সিদ্দিকী, এ কে এম জহিরুল হক, জাহাঙ্গীর হোসেন, শেখ মো. জাকির হোসেন, মো. হাবিবুল গণি, গোবিন্দ চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ ও বিচারক জে বি এম হাসান।
আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে নিয়োগ আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম কোটের্র হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ দেন।
প্রধান বিচারাপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার হাইকোর্টে নিয়োগ পাওয়া নতুন ছয় অতিরিক্ত বিচারকদের শপথ পড়াবেন বলে জানা গেছে।