বার্তা ৭১ ডট কমঃ ভারতের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন ইউপিএ জোট। এ লক্ষ্যে ২৪ জুন মন্ত্রীত্ব ছাড়ছেন কংগ্রেসের বর্ষীয়ান এ রাজনীতিবিদ। শুক্রবার ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে প্রণবকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “ইউপিএ সব রাজনৈতিক দলকে প্রেসিডেন্ট পদের জন্য প্রণব মুখার্জিকে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছে।”কংগ্রেস পার্টির সভাপতি ও ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য প্রণবের নাম ঘোষণা করেন। প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী হিসেবে সোনিয়ার প্রথম পছন্দ ছিলেন প্রণব। আগামী ২৫ জুন প্রণব মুখার্জি মনোনয়ন পত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার আগে প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলন থেকে দেশে ফিরলে খুব সম্ভবত ২৪ জুনেই প্রণব অর্থমন্ত্রীর পদ ছাড়বেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সূত্র। তার জায়গায় কাকে অর্থমন্ত্রী করা হবে তা এখনো পরিস্কার নয়। তবে আপাতত প্রধানমন্ত্রী মনমোহন সিংই আগামী কয়েকমাসের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ, প্রণব মুখোপাধ্যায় শেষ পর্যন্ত নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি।তিনি সেই রাজনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাঁর গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। কিন্তু ট্র্যাজেডি এটাই, বাংলার প্রবীণ এই রাজনীতিক রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বেশ কিছুটা জটিলতার মুখে পডছেন আর এক বাঙালি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় জন্যই। এর আগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী পদের দোরগোড়ায় পৌঁছোলেও শেযপর্যন্ত তা আর হতে পারেননি জ্যোতি বসু। সেবার এক বাঙালি, প্রধানমন্ত্রীর পদে বসতে পারেননি। বাংলার দুর্ভাগ্য, বাঙালি একজন মুখ্যমন্ত্রীর কাছেই কি ধাক্কা খাবেন বাঙালি রাষ্ট্রপতি হিসাবে এগিয়ে থাকা প্রণব মুখোপাধ্যায়ও।