বার্তা ৭১ ডট কমঃ ড্যান্স কুইন খ্যাত বলিউড স্টার মাধুরী দিক্ষিত এবার নাচলেন সনাথ জয়সুরিয়ার সঙ্গে।
নাচের প্রতিযোগিতারমূলক টিভি অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা ৫’-এ অংশ নিচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটার সনাথ জয়সূরিয়া। ৭ জুন মুম্বাইয়ে ফিল্মিস্থান স্টুডিওতে শুরু হয় এই অনুষ্ঠানের চিত্রায়ন।
এবারের প্রতিয়োগিতায় মোট ১২ জন তারকা প্রতিযোগীর সঙ্গে থাকছেন নতুন চমক ‘তারে জমিন পার’ এর শিশু শিল্পী দারশিল সাফারি। প্রধান বিচারক হিসেবে থাকছেন মাধুরী দিক্ষিত, করন জোহর এবং রেমো ডি’সুজা।
অনুষ্ঠানটির প্রথমদিনই উপস্থিত ছিলেন, জয়সুরিয়া আর এখানেই ড্যান্স কুইনের সঙ্গে নাচলেন তিনি।