বার্তা৭১ডটকমঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছেছে মুশফিকের দল। বিসিবির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। ভ্রমণক্লান্তি সত্ত্বেও প্রথম দিনেই অনুশীলন করেছে টাইগাররা।
হারারেতে ১৫ জুন জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাইবাসের ‘মিশন জিম্বাবুয়ে’। আর ১৭ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুশফিকরা মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।
১২ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। দীর্ঘ এই ভ্রমণের মাঝে বিশ্রামের আয়োজনও ছিল ক্রিকেটারদের জন্য। দুবাইয়ে যাত্রা বিরতিতে হোটেলে আরাম করে টাইগাররা ফের বিমানে চড়ে হারারের উদ্দেশে।
এরপর আজ ভোরে গন্তব্যে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের এটাই প্রথম অভিযান।ৱ
দেশ ছাড়ার আগে প্রথম মিশন সম্পর্কে বলতে গিয়ে পাইবাস জানিয়েছিলেন, সফর নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।
তিনি বলেন, আমার সঙ্গে খেলোয়াড়রা একদিন অনুশীলন করলেও তারা কিন্তু অনুশীলনের মধ্যেই ছিলেন। দলের সবাই কীভাবে নিচ্ছে জানি না, তবে আমি খুব রোমাঞ্চিত।