বার্তা৭১ডটকমঃ ৮৪ বছর বয়সী চীনের বাসিন্দা কিয়ান জিনফ্যান। ৪ বছর আগের ঘটনা। পুরুষ হয়েও তিনি নারীদের পোশাক পরতে শুরু করেছিলেন। লম্বা পরচুলা পরতেন। নিজের নামটাও বদলে রাখলেন ইয়িলিং। এমনকি হরমোন জাতীয় ওষুধের সহায়তায় নারীদের শারীরিক গঠনের অনুকরণে নিজের বুকের গঠনেও পরিবর্তন আনার চেষ্টা করছিলেন। আর এখন তিনি চান, সার্জারির মাধ্যমে সেক্সটাই পরিবর্তন করে ফেলতে। জানা গেল,ছেলেবেলা থেকেই চাইতেন নারী হতে। কিন্তু ৮০ বছর বয়সে পা দেয়ার পর সেই গোপন ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। তিনি বিবাহিত ও এক পুত্রের পিতা। স্থানীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে কিয়ান বললেন, যখন আমার বয়স ১৪, তখন থেকেই নারীদের ভঙ্গিতে হাঁটার অভ্যাস করতাম। তবে সেটা একেবারেই একান্তে। তখন থেকেই নারী হওয়ার গভীর বাসনা জেগে ওঠে আমার মধ্যে। পেশায় ক্যালিগ্রাফার কিয়ান নিজের পিতা-মাতা, স্ত্রী বা সন্তানকে কখনই এ গোপন বিষয়টি জানাননি। ১৯৮০ সাল থেকে তিনি পূর্ণমাত্রায় মেয়েদের মতো পোশাক পরতে শুরু করেন। ১৯৬০ সালের দিকে তিনি হরমোন পরিবর্তনের বিশেষ বড়িও সেবন করছিলেন। তবে পরে সে প্রচেষ্টা বন্ধ রাখেন। কিয়ান বললেন, বহু আগেই তিনি সেক্স পরিবর্তনের সার্জারি করাতে চেয়েছিলেন। পরে অবশ্য সে ইচ্ছা মনের মধ্যেই লালন করেছেন। আর এখন সুপ্ত সেই বাসনাকে চাইছেন বাস্তবে রূপ দিতে।