বার্তা ৭১ ডট কমঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের শূন্য পদে জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক পদে বীর বাহাদুর এমপিকে মনোনীত করেছেন।
শুক্রবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ও গঠনতন্ত্র মোতাবেক এই মনোনয়ন দিয়েছেন। একই সাঙ্গে দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রশাসনিক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পরিবর্তে প্রশাসনিক ঢাকা বিভাগের ও নব মনোনীত সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপিকে প্রশাসনিক চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দিয়েছেন।”
মনোনয়ন চিঠি পাওয়ার পর থেকে এটি কার্যকর বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।