ভারতের রাষ্ট্রপতি পদে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী মনোনীত করেছে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)। নির্বাচিত হলে প্রণবই হবেন দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
শুক্রবার ক্ষমতাসীন দল কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রণবকে মনোনীত করা হয়।
নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে প্রায় ৩০ মিনিটের ওই বৈঠকের পর কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।
“রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকে সমর্থনের জন্য সব রাজনৈতিক দল, এমপি ও এমএলএর প্রতি আবেদন রাখছে ইউপিএ,” বলেন জোট প্রধান।
বৈঠকের পর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দপ্তর থেকেও পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট পদে প্রণব মুখার্জিকে সমর্থন দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে ইউপিএ।”
সোনিয়া গান্ধীর ঘোষণার পর বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুষমা স্বরাজকে ফোন করে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের আহ্বান জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাষ্ট্রপতি পদে বিজেপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে প্রার্থী হিসেবে চায় বলে এনডিটিভি জানিয়েছে। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করার ইঙ্গিত দিয়েছেন এপিজে কালাম। তিনি প্রার্থী না হলে প্রণব মুখোপাধ্যায়কেই বিজেপি সমর্থন দেবে বলে দলটির এক নেতা এনডিটিভিকে জানিয়েছেন।
এদিন সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবও প্রণবের প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে ইউপিএ জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ জোটের ওই বৈঠকে অংশ নেননি।
রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন না করার বিষয়ে তিনি আগেই তার অবস্থান জানিয়েছিলেন। আগেরদিনও প্রণবকে সমর্থন না করার অবস্থানে অনড় থাকার কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া রাষ্ট্রপতি পদের জন্য কংগ্রেস ও তার মিত্র দলগুলোর ৩৮ শতাংশ ভোট রয়েছে। এছাড়া মুলায়েম সিং যাদব এবং বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর সমর্থন নিয়ে তাদের ভোট পৌঁছাচ্ছে ৪৮ শতাংশে। এরা দুজনই প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনে সম্মতি দিয়েছেন।
রাষ্ট্রপতি পদে বিজয় নিশ্চিত করতে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন। আর তার জন্য বামফ্রন্টের সমর্থন আদায়ের চেষ্টা করছে কংগ্রেস।
আগামী ১৯ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আগামী ২৫ জুন প্রণব মুখোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার আগে মেক্সিকোয় জি-২০ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশে ফিরলে ২৪ জুন প্রণব অর্থমন্ত্রীর পদ ছাড়বেন বলে তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়।
প্রণবের জায়গায় কাকে অর্থমন্ত্রী করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত প্রধানমন্ত্রী মনমোহন সিংই আগামী কয়েকমাসের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।