বার্তা ৭১ ডট কমঃ আশুলিয়ার শ্রমিকদের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নারায়নগঞ্জে। বেতন- ভাতা বাড়ানোর দাবিতে শনিবার নারায়ণগঞ্জেও তৈরি পোশাক-শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১০টার দিকে আশুলিয়ার পোশাক-শ্রমিকদের বিক্ষোভকে সমর্থন করে কাঁচপুরের সিহনা গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়।
এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। সংঘর্ষ বেঁধে যায় পুলিশের সঙ্গে শ্রমিকদের।
একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটেকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ার শেল ও রাবার রুলেট নিক্ষেপ করে।
শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-উর-রশিদ বলেন, সকাল ১০টার দিকে কাঁচপুরের এলাকায় সিনহা গ্রুপের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। বাঁধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।