ঢাকা, ১৬ জুন: পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া অঞ্চলের সব পোশাক কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এর আগে বিজিএমইএ ভবনে বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা এবং সাধারণ সদস্যদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে উদ্যোক্তারা বলেন, এই শিল্প নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সংশয় প্রকাশ করে বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিল্পকে ধরে রাখা সম্ভব হবে না।
সফিউল ইসলাম বলেন, ‘‘পোশাক শিল্পকে নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু হয়েছে। যারা এই শিল্পকে নিয়ে চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’’
তিনি বলেন, ‘‘প্রয়োজনবোধে সংসদে নতুন আইন প্রণয়ন করে অর্থনীতি ধ্বংসকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে আর কেউ শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।” সেই সাথে শিল্প-কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্যও তিনি সরকারকে অনুরোধ করেন।
সফিউল ইসলাম বলেন, শ্রম পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি, শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছে না, কারখানা ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এসব কারণে শ্রম আইন – ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী আশুলিয়া এলাকার সকল রফতানিমুখী পোশাক শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’’