চাঁদপুর জেলা
বার্তা ৭১ ডট কমঃ সুদীর্ঘ ১২ বছর পর তৃণমূল পর্যায় থেকে আওয়ামীলীগেকে সুসংগঠিত করার প্রয়াসে চাঁদপুরস্থ শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়ন এর ৮ নং শোরসাক উত্তর পাড়া আওয়ামীলীগের কাউন্সিল শুরু হয়েছিল।
কিছু সময় অতিবাহিত হবার পর সম্মেলনের প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, সাবেক শাহরাস্তি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বর্তমান চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতা, চাঁদপুর জেলা সেকটর কমান্ডার ফোরামের আইন সম্পাদক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের সম্মানিত আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব এডভোকেট মোঃ মফিজুল ইসলাম মজুমদার মারাত্তকভাবে অসুস্থ হয়ে সম্মেলন স্থান ত্যাগ করলেই ঘটনা মোড় নেয় নাটকিয়তায় ।
মোটা অঙ্কের টাকার বিনিময়ে অরাজনৈতিক ও অদক্ষ লোকদের কাছে নেতৃত্ব বিক্রি করার মুখ্য ভূমিকা পালন করেন লোকাল নেতা মুস্তফা কামাল মজুমদার এবং তার এই অনৈতিক কাজের সহযোগী হিসেবে দায়িত্তে নিয়োজিত ছিলেন রেদয়ান হোসেন সেন্টু ।
উল্লেখ্য যে, সম্মেলনে যদিও কাউঞ্চিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বচিত হবার কথা থাকলেও প্রধান অতিথির অসুস্থতাকে কাজে লাগিয়ে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ ১০৬ জন কাউন্সিল এর মধ্যে মাত্র ২০ জন কাউন্সিলরের উপস্থিতিতে অবৈধভাবে সম্মেলনের নামে বাণিজ্যের ভিওিতে কমিটি করে চাঁদপুরস্থ শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়ন এর ৮ নং শোরসাক উত্তর পাড়া আওয়ামীলীগের রাজনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে । ঐ সময় জুয়েল নামধারী এক আওয়ামীপ্রেমী এর তীব্র প্রতিবাদ জানান ।