বার্তা ৭১ ডট কমঃ পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান মোল্লা সাংবাদিকদের বলেন, রোববার ভোর ৬টার দিকে শিবিরকর্মীরা দৈনিক বাংলার মোড় থেকে মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বরের দিকে আসার সময় সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে ঢিল ছোড়ে তারা।
এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে বলে জানান ওসি।
তিনি বলেন, “খবর পেয়ে থানা থেকে আরো পুলিশ গিয়ে প্রথমে ৩৫ জন এবং পরে আরো ১৪ জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।”
সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় এই ৪৯ জনর বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও হায়াতুজ্জামান মোল্লা জানান।