বার্তা ৭১ ডট কমঃ সমপ্রতি হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানকে লস অ্যাঞ্জেলেসের রিটজ-কার্লটন হোটেলে তার রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, টানা শুটিংয়ে প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। এখন অবশ্য পুরোপুরি সুস্থ আছেন লিন্ডসে।
এ প্রসঙ্গে তার ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে টিএমজি জানায়, হোটেল থেকে ‘লিজ অ্যান্ড ডিক’ ছবিসংশ্লিষ্ট এক ব্যক্তিকে লিন্ডসে জানান, তিনি অসুস্থ বোধ করছেন। এর পরপরই একজন চিকিৎসককে তাঁর কাছে পাঠানো হয়েছিল। ওই চিকিৎসক সেখানে পৌঁছানোর আগে হোটেলের এক কর্মচারীকে লিন্ডসের খোঁজ নিতে বলেন। ওই কর্মচারী ঘরে গিয়ে দেখেন, লিন্ডসে কোনো সাড়াশব্দই করছেন না। এতে আতঙ্কিত হয়ে তিনি স্বাস্থ্যকর্মীকে খবর দেন। এর কিছুক্ষণ পরই সেই স্বাস্থ্যকর্মী লিন্ডসের হোটেলকক্ষে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পান। অবশ্য লিন্ডসের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত হওয়ায় তাঁকে হাসপাতালে নিতে হয়নি।
সূত্রটি আরও জানায়, ‘দুই দিন ধরে টানা শুটিং করছিলেন লিন্ডসে। ১৪ জুন সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করায় তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। এরপর হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন।
সর্বশেষ খবর হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও ‘লিজ অ্যান্ড ডিক’ ছবির শুটিং শুরু করেছেন লিন্ডসে। (সূত্র: ওয়েবসাইট)