বার্তা ৭১ ডট কমঃ যুক্তরাষ্ট্রে ১৬ থেকে ৩০ বছর বয়সী অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে কাজের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবৈধ অভিবাসী যারা মা-বাবার সঙ্গে ১৬ বছর বয়সের আগে থেকে টানা ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদেরকে কাজ করার অনুমতি দেয়া হবে। একই সঙ্গে যারা টানা ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলে পড়ালেখা শেষ করেছেন বা এখনো করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই। তাদেরকেও বৈধভাবে কাজের অনুমতি দেয়া হবে।তিনি আরো বলেন, তাদেরকে দুই বছরের জন্য কাজ করার অনুমতি দেয়া হবে। কাজের অনুমতি নবায়নের সুযোগ থাকবে বলেও জানান ওবামা।এ ছাড়া খুব তাড়াতাড়ি এ পরিকল্পনা কার্যকর করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।এ আইন কার্যকর হলে দেশটিতে প্রায় আট লাখ মানুষ বৈধভাবে থাকার অনুমতি পাবে।এদিকে, এ উদ্যোগের বিরোধীতা না করলেও কাজের প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলেছেন ওবামার প্রধান প্রতিদ্বন্ধী রিপাবলিকান দলের মিট রমনি।