মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মীর কাসেম আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই মীর কাসেম আলীকে মতিঝিলের দৈনিক নয়া দিগন্তের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান জানান, ট্রাইব্যুনালের আদেশে মীর কাসেম আলীকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে হাজির করার নির্দেশ দেয়া হয়। আজ বিকালে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ২টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বের তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়। সকালে ট্রাইব্যুনালে তাকে আটকের অনুমতি চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। রেজিস্ট্রার নাসির উদ্দিনের কাছে আবেদনপত্রটি জমা দেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। কাসেম আলী ৭১ এ জামায়াত সমর্থিত ছাত্র সংগঠনের নেতা ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান।