বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জীবনবৃত্তান্ত থেকে বাদ পড়ছে ‘স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়া’ অংশ। জাতীয় সংসদে সাড়ে ৩শ’ সাংসদের জীবনবৃত্তান্তের যে সংকলন প্রকাশিত হতে যাচ্ছে, সেখানেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন বেগম জিয়া। অন্যদিকে আদালতের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে এ সংক্রান্ত একটি প্যারা বাদ দিতে যাচ্ছে সংসদ সচিবালয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট। রোববার এ সংক্রান্ত একটি ফাইল স্পিকারের দফতরে পাঠানো হয়েছে। নবম জাতীয় সংসদের সাংসদদের জীবনবৃত্তান্ত প্রকাশ সংক্রান্ত বিশেষ কমিটির গত শনিবারের বৈঠকে খালেদা জিয়ার জীবনবৃত্তান্তের একটি প্যারার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই প্যারাতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ করে তখন
জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। আর একই সঙ্গে দুই শিশুপুত্রসহ ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবনে গৃহবন্দি হন খালেদা জিয়া।
এর আগে অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার জীবন বৃত্তান্তে এই প্যারাটি ছিল না। তবে সেবার জীবন বৃত্তান্তের শুরুতেই কেবল দুটি শব্দে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করা হয়। এবার সাংসদদের জীবন বৃত্তান্ত প্রকাশের উদ্যোগ নেওয়া হলে বিরোধীদলীয় নেতার অফিস থেকে তার অষ্টম সংসদের জীবন বৃত্তান্তই সরবরাহ করা হয়। কিন্তু যাচাই-বাছাইয়ের পর অনুমোদনের জন্য পাঠানো হলে বিরোধীদলীয় নেতার অফিস থেকে তার জীবন বৃত্তান্তে বেশ কিছু সংশোধন করা হয়। এর মধ্যে উলি্লখিত নতুন একটি প্যারাও সংযোজিত হয়।
এ বিষয়ে জীবন বৃত্তান্ত প্রকাশ সংক্রান্ত কমিটির এক সদস্য জানান, স্বাধীনতার ঘোষক বিষয়ে যেহেতু আদালতের রায় রয়েছে, সে কারণে জিয়াউর রহমানকে সরাসরি কেউ স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে কোনো তথ্য দিতে পারেন না। একই কারণে বিষয়টি স্পিকারের দৃষ্টিতে আনা হয়েছে।
এবার সাড়ে ৪শ’ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সংকলন প্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদের এক কর্মকর্তা। এর আগে ৩শ’ পৃষ্ঠার সংকলন প্রকাশিত হয়েছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সাংসদের জীবন বৃত্তান্তকে একটি দলিল হিসেবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। সে কারণে এ পর্যন্ত সব মিলে ছয়টির বেশি সংশোধনীও নেওয়া হয়েছে বিভিন্ন পর্যায় থেকে।