চুক্তি স্বাক্ষর ও ঋণ নেওয়ার ক্ষমতা দিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১২’ এর এই খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এই আইনের অধীনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা এবং এ ধরনের জ্বালানির উন্নয়নে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। এতে একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্য থাকবেন।
“এই কর্তৃপক্ষ যে কোনো পক্ষের সঙ্গে চুক্তি করার অধিকার পাবে এবং ঋণ নেওয়ার ক্ষমতা রাখবে। এ কারণে এ আইনটি একটি অর্থ আইন হিসাবে বিবেচিত হবে।”
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার বিমান চলাচল চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে বলে সচিব জানান।