ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন আগামী ডিসেম্বর নাগাদ সম্ভব হতে পারে।
আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের বর্তমান কমিটির তিন বছর পূর্ণ হবে।
তিনি বলেন, কাউন্সিল আগামী ২৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে একটু পেছানো হয়েছে।
এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করা সম্ভব হচ্ছে না জানিয়ে হানিফ বলেন, কাউন্সিল হতে পারে আগামী ডিসেম্বর নাগাদ।
হানিফ বলেন, ইউনিয়ন পর্যায়ের ৬০ শতাংশ সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে।
তৃণমূলে দলকে ঢেলে সাজানোর জন্য সাত বিভাগে দু’এক দিনের মধ্যে ১১টি কমিটি করা হবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপদেষ্টারা এই কমিটিতে থাকবেন। কমিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বলেন তিনি।
হানিফ বলেন, এসব সমস্যা সমাধানে দলীয় নেতাদের নির্দেশনা দেওয়া হবে। সকল বিভেদ দূর করে আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হতে চাই।