বিএনপি নয়, আওয়ামী লীগকেই সংবিধানে নির্দলীয় সরকারের বিধান সংযোজন করতে হবে- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি যাবে না। তাই সরকার যা-ই বলুক, তাদেরকেই নির্দলীয় সরকারের বিধান সংসদে পাস করতে হবে। এটা সরকারেরই দায়িত্ব।”
নইলে আন্দোলনের মাধ্যমে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
এর আগে দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের মুখপাত্র সৈয়দ আশরাফ বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করলে আওয়ামী লীগ তাতে আপত্তি করবে না।
একই সঙ্গে বিএনপিকে আদালতের রায়ের বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিনকে পুলিশি রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানাতে বিকেলে গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে ওই জরুরি সংবাদ ব্রিফিং করে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম নেতাকর্মীদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, “মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে আটকিয়ে রেখে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।