লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে তিনি দূতাবাসের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ওই দূতাবাসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, আশ্রয় প্রার্থনার আবেদনটি খতিয়ে দেখা পর্যন্ত দূতাবাসেই অবস্থান করবেন তিনি। এ সময়টুকু ইকুয়েডর সরকার তাকে সুরক্ষা দেবে। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনো বলেছেন, অ্যাসাঞ্জের আবেদনের বিষয়টি বিবেচনা ও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
গত সপ্তাহে বৃটেনের সুপ্রিম কোর্টের দেয়া রায়ে বলা হয়েছিল, যৌন অপরাধের অভিযোগে তাকে সুইডেনে হস্তান্তর ইস্যুতে অ্যাসাঞ্জ আর কোন আবেদন করতে পারবেন না। তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে অ্যাসাঞ্জের সামনে এখনও একটি পথ খোলা রয়েছে। তিনি ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে (ইসিএইচআর) মামলাটি চালাতে পারবেন। ইসিএইচআরে আবেদনের সময়সীমা আগামী ২৮শে জুন পর্যন্ত।