মোনালিসার বিয়ের গুঞ্জন শেষ হতে না হতেই নতুন করে গুঞ্জন উঠেছে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী নাফিজা এবং অহনাকে ঘিরে। তাও আবার সেই আমেরিকার নিউইয়র্ক শহরে। বিভিন্ন সূত্রে জানা যায়, সমপ্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নাফিজা এবং অহনা দু’জনেই এখন নিউ ইয়র্কে আছেন তাদের স্বামীর সঙ্গে। নাফিজার স্বামীর নাম দ্বীপ। জানা যায়, দ্বীপের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল নাফিজার। দ্বীপ সংগীতশিল্পী এস আই টুটুল ও মডেল অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগ্নে। অন্যদিকে অহনা বিয়ে করেছেন লেলিন নামে এক প্রবাসী বাংলাদেশীকে। এ বিষয়ে অহনার মা বার্তা ৭১ডটকমকে জানান, অহনার সঙ্গে লেলিনের সম্পর্ক অনেক দিনের। প্রায় দু’মাস আগে তাদের আংটি বদল হয়েছে। এখন পর্যন্ত আমরা সেরকম গেট-টুগেদার করিনি। অহনা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসবে। ওরা এলে এখানে আমরা বিয়ের আয়োজন করবো। নাফিজার ঘনিষ্ঠ সূত্র জানায়, নাফিজার সঙ্গে দ্বীপের সম্পর্ক অনেক আগে থেকেই। দু’জন-দু’জনকে পাগলের মতো ভালবাসে। এ বিষয়টি মিডিয়ার অনেকেরই জানা। পরিবারও নাফিজার এ সম্পর্ক মেনে নিয়েছে অনেক আগেই। বিয়ের গুঞ্জনের সূত্র ধরে আমেরিকা থেকে আরও জানা যায়, আমেরিকার নিউ ইয়র্কে সমপ্রতি শো করতে গেছেন ২০০৮-এর ক্লোজআপ ওয়ানে অংশ নেয়া সংগীতশিল্পী দিনা। কিন্তু সেখানে আয়োজিত শো’র আগেই হঠাৎ লাপাত্তা দিনা। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ফেসবুকে দেখা যায়, দিনা আমেরিকা প্রবাসী এক ছেলের সঙ্গে ছবি ট্যাগ করে বলেছে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মোনালিসার পর মিডিয়ায় বেশ আলোচনা চলছে প্রবাসে এ তিনটি বিয়েকে কেন্দ্র করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোনালিসা, নাফিজা, অহনা ও দিনার পর এবারের আমেরিকা সফর থেকে আরও কয়েকটি বিয়ের সংবাদ প্রচার হবে খুব শিগগিরই।