আদালতের মাধ্যমে তালাক কার্যকরে আইন প্রণয়ণের কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বিবাহ রেজিস্ট্রেশনের কেন নির্দেশ দেয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি ফরিদ আহাম্মদ এবং বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে আইন, মহিলা ও শিশু এবং মন্ত্রীপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করে। একই সংগঠনের দায়ের করা অন্য একটি রিটে পথশিশুদের অধিকার রক্ষায় গাইডলাইন তৈরিতে আদালতকে সহযোগিতা করতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিশুদের সুরক্ষায় প্রণীত খসড়া শিশু আইনে পথশিশুদের বিষয়টি অন্তর্ভুক্তির কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলেরও জবাব দিতে হবে। রিটের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।