শ্রমিক অসন্তোষের জেরে চার দিন বন্ধ থাকার পর আজ খুলছে সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা।
বুধবার শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা কারখানা খুলে দিতে সম্মত হন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, “কাল থেকে সব কারখানা খোলা থাকবে।” তিনি শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানান।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনও সবাইকে পোশাক কারখানা খোলার আহবান জানান।
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে গত ১১ জুন থেকে অস্থিরতার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ।
এতে আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। অনিশ্চয়তায় পড়ে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ শ্রমিক।