ন্যূনতম শেয়ার ধারনে উদ্যোক্তা পরিচালকদের বাধ্যবাধকতার বিধান বহাল থাকলো। পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসইসি’র জারি করা এ বিধানের বিরুদ্ধে ২৪ জন পরিচালকের পাঁচটি আবেদন (রিট) বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের দুই সিসি ধারা চ্যালেঞ্জ করে ২৪ পরিচালকের করা পাঁচটি আবেদনের শুনানি শেষে এ রায় দেন হাই কোর্ট বিভাগের একটি যুগ্ম বেঞ্চ।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি একটি আদেশ জারি করলে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক গত ২২ মে হাই কোর্ট বিভাগে এই পাঁচটি আবেদন করেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারা অবৈধ ঘোষণার আবেদন জানানো হয় ওই আবেদনে।
আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন রুল জারি করে আদালত। সংশ্লিষ্ট ধারাটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। এ ধারায় দেয়া ক্ষমতা বলেই উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে ওই নির্দেশনা এসেছিল। ধারাটির বিধান অনুসারে, ১৯৯৪ সালের কোম্পানি আইন অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে এসইসি এ ধরনের শর্ত আরোপ করতে পারবে।
রুলের ওপর পাঁচ দিন শুনানির পর বৃহস্পতিবার তা নিস্পত্তি করে হাই কোর্ট বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যুগ্ম বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দিলেন।
রিট কারীদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম। এসইসির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও রাষ্ট্র পক্ষে ছিলেন এ্যার্টনি জেনারেল মাহাবুবে আলম। এর আগে রাষ্ট্রপক্ষে সহকারী এ্যার্টনি জেনারেল মোরাদ রেজা শুননি করেছেন।
গত ২১ মে এসইসির ওই নির্দেশনার বিরুদ্ধে করা তিনটি রিট এর আগেও হাই কোর্ট খারিজ করে।