বিএনপি নেতা সিলেট ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাসহ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সকল গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনা এ ঘটনা উদ্বেগ প্রকাশ করে ব্রাসেলস থেকে গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইলিয়াস আলী ও তার গাড়ি চালক সহ বাংলাদেশে সংগঠিত সামপ্রতিক গুমের ঘটনা ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন। আমরা আশা করি সর্বশেষ এ গুমের ঘটনাসহ সকল গুমের বিষয়ে বাংলাদেশ সরকার পূর্নাঙ্গ তদন্তের ব্যবস্থা করবে। একই সঙ্গে সংশ্লিস্ট সকল পক্ষকে ধৈর্য্য ধারনের জন্য অনুরোধ জানাই।
সংঘর্ষের পরিবর্তে আলোচনার মাধ্যমে রাজনৈতিক বিরোধ নিস্পত্তির বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন আবারো আহ্বান পুনর্ব্যক্ত করে। তিনি বর্তমানে ব্রাসেলসে অবস্থান করছেন।