২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় তিনি জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।
অর্থমন্ত্রী দাঁড়িয়ে বাজেট উপস্থাপন শুরু করতে গেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীকে বসেই বাজেট উপস্থাপনের কথা বলেন। পরে তিনি বসে বাজেট পড়তে থাকেন।
এবার প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, সিসিটিভি. হার্ডডিস্ক, কৃষি যন্ত্রপাতি, দেশীয় মোটর গাড়ি, দেশীয় ডায়পার, মুড়ি, প্রেসার কুকার, মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, দেশীয় মুঠোফোন, স্পিনিং মিলের পেপার, দেশীয় রড ও নির্মাণ সামগ্রীর দাম কমতে পারে।
এর আগে দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। আগামী অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
গত ৫ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।