পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতি দুর্নীতির যেই অভিযোগ তুলেছে বিশ্বব্যাংক, সেই প্রসঙ্গে চুপ থাকার ঘোষণা দিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
রোববার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এ প্রসঙ্গে আর কোনো কথা বলবো না।
এর আগে গোলাম রহমান অভিযোগ করেছিলেন যে, দুদকের তদন্ত বা প্রাপ্ত তথ্যের সঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যগত অসংগতি রয়েছে।
এদিকে দুর্নীতির প্রতিবেদন জমা দিতে সোমবার বাংলাদেশে আসছে কানাডা পুলিশের প্রতিনিধি দল। কানাডা পুলিশের তদন্ত দল এখন শ্রিলংকায় অবস্থান করছে। তারা বাংলাদেশের পথে রয়েছেন। প্রতিনিধি দলটিতে ৮/১০ জন সদস্য রয়েছে বলে জানা গেছে।
বিশ্বব্যাংককে দুদকের পক্ষ থেকে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে একটি মিউচ্যুয়াল লিগ্যাল রিপোর্ট (এমএলআর) আগেই পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের জবাব দিতেই তারা আসছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত সংশ্লিষ্ট সূত্র।