চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে পাঁচজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন অংশ নেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন।
এর আগে শুক্রবার রাতে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া নিহতদের মধ্যে শান্ত শীল নামে একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।