মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবারই সাদ্দামকে আটক করে রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে সাদ্দামকে আটক করা হয়। তিনি বলেন, সাদ্দামকে আটক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে খৈয়াছড়ায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে উঠে পড়া মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ১১ জন নিহত এবং ৭ জন আহত হয়।
দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশপাশের বাড়িঘর থেকে ছুটে আসে লোকজন। নেমে পড়ে উদ্ধার কাজে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও ফায়ার কর্মীরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, মহানগর প্রভাতী নামে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
অভিযোগ উঠেছে রেলক্রসিংয়ে একজন গেটম্যান থাকলেও ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। গেইটের ব্যারিয়ারও ছিল খোলা অবস্থায়। এদিকে শুক্রবারই ময়নাতদন্ত ছাড়া ১১ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার পর দুটি তদন্ত কমিটি করা হয়েছে।