গতক’দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্নস্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজও দেশজুড়ে বৃষ্টি অব্যহত আছে। রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় অফিসমুখো মানুষদের তীব্র দুর্ভোগে মুখোমুখি হতে হয়েছে। সামনের ক’দিন একইভাবে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি, কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে। তিন সমুদ্রবন্দরকে দেয়া তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চলতি জুন মাসের বাকি সময়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু এখনো প্রবল রয়েছে। এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ রাজশাহী, রংপুর চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।