মোঃ জাহিদ,(মহম্মদপুর উপজেলা প্রতিনিধি)বার্তা ৭১ডটকম: দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় রওশন মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাংসদ অ্যাড: শ্রী বীরেন শিকদার বলেন, তৎকালীন বিএনপি-জামাতের চক্রান্তে একটি মহল এই হামলা চালায়। এখনো সেই ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে আবার নতুন করে শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রে করে যাচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দেব।
এসময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামাল সিদ্দিক লিটন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক, ঈদুল শেখ প্রচার সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো, মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ ইউনুস শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর প্রমুখ।