প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার বিষয়টি প্রমাণিত হলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
মঙ্গলবার সকালে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এই সভার আয়োজন করে।
লন্ডনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্য সম্পর্কে সরকার কী ব্যবস্থা নিচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাহারা বলেন, “তার মন্তব্য যদি তদন্তকে বাধাগ্রস্ত করে, তবে অবশ্যই বিষয়টি দেখা হবে। আপনাদের যদি মনে হয় তাকে আসামি করে মামলা করেন। আমরাই ব্যবস্থা নেব।”
সাগর-রুনির বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন মন্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বলেও মন্তব্য করেন সাহারা।