লাগাতার বর্ষণে সৃষ্ট প্রবল স্রোতে চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার ভাটিয়ারী স্টেশনের কাছে একটি রেলসেতু ভেসে যাবার কারণে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাত ৮টার দিকে এ সেতুটি ভেসে যাওয়ায় চট্টগ্রামমুখী বেশ কয়েকটি ট্রেন পথিমধ্যে আটকা পড়েছে।
রেলওয়ের পুর্বাঞ্চল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খবর পেয়ে রেলের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। ব্রিজের অবস্থা, কবে নাগাদ মেরামত করা যাবে এবং কখন রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করা যাবে এ সম্পর্কে রাত ১১টার আগে কিছুই বলা যাবে না ।
অন্যদিকে , নগরীর পাহাড়তলীর আকবর শাহ মাজার এলাকায় পাহাড় ধ্বসে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
একই থানাধীন আমবাগার এলাকায় দেয়াল চাপা পড়ে মারা গেছে আবুল হোসেন নামে আট বছর বয়সের এক শিশু । জেলার হাটহাজারীর চিকনদন্ডী এলাকায় দেয়ালচাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর ।
ফায়ার সার্ভিস টিম এসব এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম ।
অন্যদিকে , বন্দর থানাধীন বন্দরটীলার আকমল আলী রোড়ের সেলিম কলোনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে একই পরিবারের দুই শিশু । এ ঘটনায় আহত আরো এক শিশুকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলোনিটি কোমর পরিমাণ পানিতে ডুবে আছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
দিনভর অতিবর্ষণের কারনে নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও উচু থেকে নীচু এলাকার দিকে প্রবাহিত পানির তীব্র স্রোত এসব দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে ।