উদ্দেশ্যমূলক ও অসত্য প্রতিবেদন প্রকাশের অভিযোগে বাংলা দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী তার নিজস্ব প্যাডে ২৩ জুন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, “আপনার হাতে থাকা মিডিয়ার অফুরন্ত শক্তি দিয়ে নয়, সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে আমার বিরুদ্ধে অসত্য লেখার ক্যাম্পেইন বন্ধ করার অনুরোধ জানাচ্ছি। ইতোমধ্যে আপনার লেখায় আমার যে ইমেজ নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধারে আপনার সহমর্মিতা ও সহযোগিতা কামনা করি।”
চার পৃষ্ঠার চিঠিতে পত্রিকাটিতে তার ‘বিরুদ্ধে’ লেখা প্রতিবেদনগুলোকে ‘অসত্য লেখার ক্যাম্পেইন’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করার দাবি জানান।
তিনি বলেন, “আমি আগেই বলেছি আমার পরিবারে মামলার রেওয়াজ নেই। কিন্তু পরিস্থিতি এমন দিকে নিবেন না যাতে করে আমার পারিবারিক ঐতিহ্য ভঙ্গ করে আমি মামলা করতে বাধ্য হই।”
এর আগে শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অনুষ্ঠানে প্রথম আলো ও এর সহযোগী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে প্রকাশিত খবরে চরিত্র হননের অভিযোগ আনেন।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগে মন্ত্রী আবুল হোসেন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ঘুষ দাবির বিষয়টি রয়েছে বলে পত্রিকা দু’টির খবরে বলা হয়।