দুই বছরের দীর্ঘ বিরতি শেষে আবারও মিডিয়ায় ফিরলেন অভিনেত্রী নুসরাত কবির মম। পারিবারিক ব্যস্ততা আর হঠাৎ বিয়ের কারণেই তার এ বিরতি।
সমপ্রতি বেশ কিছু নাটকের মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হলেন এ অভিনেত্রী। তারমধ্যে নুরুল আলম আতিকের ‘যাদুর সহর,প্রচার হচ্ছে চ্যানেল ২৪ অরন্য আনোয়ারের ‘রুপকথা’ প্রচার হচ্ছে এনটিভিতে অন্যতম।
২০১০ সালে মিডিয়ার বাইরে চলে যান তিনি। বিয়ে করেন। এ দম্পতির সংসার আলো করে রেখেছে তাদের এক বছর বয়সী সন্তান। নতুন করে শুরু করতে গিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার জন্য শুভকামনা চেয়েছেন দর্শক ও তার সকল শুভাকাংখিদের। ঈদ উপলক্ষ্যে নির্মিত চারটি খন্ড নাটকেও অভিনয় করেছেন মম । এ মুহুর্তে হাতে আছে আরও বেশ কিছু ঈদের নাটক ও ধারাবাহিকের কাজ। তবে কাজের সংখ্যার চাইতে মানের দিকেই বেশি নজর এ অভিনেত্রীর।তাইতো নতুন করে প্রত্যাবর্তনে ব্যাক্ত করলেন মান সম্পন্ন নাটকে অভিনয় করে নিয়মিত হওয়ার প্রতিশ্রুতি। পাশাপাশি ভালো গল্প আর চরিত্র হলে চলচ্চিত্রেও কাজ করতে চান তিনি।