স্ত্রীর অমতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা ভারতসহ বিভিন্ন দেশের আইনে এক ধরনের ধর্ষণ। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। তবে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ভারতে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার পর। আর এতে তার স্বামীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ৩০ বছর বয়সী রেশমা ছদ্মনামের ওই নারী তার অভিযোগে বলেন, তার স্বামী রাত দেড়টায় ঘরে ঢুকে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি তার মেয়েকে নিয়ে ইন্দরের নন্দনগরে থাকেন। তিনি ছাড়াও তার স্বামীর আরেকজন স্ত্রী রয়েছে। আর ওই স্ত্রীর সঙ্গেই থাকেন স্বামী। রেশমা রাতে চিৎকার বা জোরাজুরি করেননি। কারণ এতে করে তার মেয়ে জেগে উঠতে পারে। ও তার উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। পুলিশ রমেশ যাদব নামের ওই স্বামীর বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করে। ওই ধারায় বলা হয়েছে, প্রাকৃতিক নিয়মের বিপরীতে যদি কেউ পুরুষ, মহিলা বা পশুপাখির সঙ্গে যৌন সম্পর্ক করে তবে তাকে আজীবন জেল বা ১০ বছর পর্যন্ত যে কোন সাজা ও আর্থিক জরিমানা করা যাবে। রেশমা জানান, রমেশ পাঁচ বছর আগে তাকে বিয়ে করেন এবং আলাদা হওয়ার আগ পর্যন্ত কয়েক বছর একসঙ্গে থাকেন। রেশমা দাবি করেন, তারপর থেকে তিনি একা থাকলেও তার স্বামী অন্য স্ত্রীর সঙ্গে থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগও আনেন তিনি। তবে যেহেতু অন্য স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছেন। ফলে এটা অবশ্যই ধর্ষণের পর্যায়ে পড়ে।