টেস্ট ক্রিকেটের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছরের ডিসেম্বর থেকে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েও সাকিব আল হাসান তার অবস্থান ধরে রেখেছেন। তার পরের দ্বিতীয় স্থানে আছেন যথারীতি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৪০৪ পয়েন্ট নিয়ে সেরা টেস্ট অলরাউন্ডারের তালিকার শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা ক্যালিসের ঝুলিতে আছে ৩৮৫ পয়েন্ট। সেরা টেস্ট ব্যাটসম্যানের শীর্ষে আছেন শিবনারায়ণ চন্দরপল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা ও এ বি ডি ভিলিয়ার্স। ৭৪৯ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছেন এ সময়ের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন সাইদ আজমল ও জেমস অ্যান্ডারসন।