ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন প্রণব মুখার্জি। আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বিকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে দেখা করার পর পদত্যাগ করেণ প্রণব মুখার্জি। তবে এনডিটিভি জানিয়েছে নতুন করে তার স্থলাভিষিক্ত হচ্ছেন না কেউ। বরং প্রধানমন্ত্রী মনমোহন সিং’ই অর্থমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন।
অর্থমন্ত্রী হিসাবে শেষ বক্তব্যে প্রণব গণমাধ্যমের বলেন, আমি জানি আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করার আছে আপনাদের। কিন্তু আজ নতুন সংলাপ শুরুর দিন নয়। আজ নতুন যাত্রা শুরুর দিন। ইউপিএ’র প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত ও মর্যাদাবোধ করছি। এ সম্মান আমার হৃদয় ছূয়ে গেছে।
এ সময় তিনি বলেন, আমার নেওয়া সব সিদ্ধান্ত সব সময় ঠিক হয়েছে এমন নয়, তবে আমি জনগণের সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছি। আর গণমাধ্যম আমাকে সবসময় আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমি যতদিন দায়িত্ব পালন করব গণমাধ্যম আমাকে এভাবেই দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবে বলে আশা করি।
অর্থমন্ত্রীর বিদায়ী ভাষণে প্রণব মুখার্জি তার জন্মস্থানের কথা স্মরণ করে বলেন, জীবনে বহুদূরে বহু জায়গায় গেছি, কিন্তু পশ্চিমবঙ্গের এক গ্রামে জন্মেছি- সেকথা কখনো ভুলিনি।
ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোট প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রণব মুখার্জির নাম ঘোষণা করে ১৫ জুনে। ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে প্রণবকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।